র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সাইদুল ইসলাম (৩৫) নামের এক জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আসামীর হেফাজত হতে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটো মিশুক উদ্ধার করা হয়।
২৯ জুন সকালে অভিযান পরিচালনা করা হয়।
আটক
হওয়া মোঃ সাইদুল ইসলাম (৩৫) কুমিল্লা সদরের কোটেশ্বর গ্রামের মৃত. রফিকুল ইসলামের ছেলে।আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত অটো মিশুক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান অভিযানে বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫