Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা নগরীর ২ নং ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা পেলেন প্রায় ৪ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার:
১৬ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা নগরীর ২ নং ওয়ার্ডে "মানবিক কুমিল্লা" সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে প্রায় ৪ শতাধিক বিভিন্ন স্তরের মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


শনিবার (২১ জুন) বিকেলে ২ নং ওয়ার্ডের মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।


ফ্রি মেডিকেল

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার তারেক, ডাক্তার মমতাজ ও ডাক্তার আসাদুজ্জামান আকন্দ জনি।


ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এছাড়া ওয়ার্ডের স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৬ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন