Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শিক্ষা

কুবির বাজেটে ২টি নতুন বাসের জন্য ১ কোটি ২৭ লক্ষ টাকা অনুমোদন

কুবি প্রতিনিধি:
৭ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য অনুমোদিত ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেটে শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে ২টি নতুন বাস কেনার জন্য ১ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তন্মধ্যে ১টি বড় বাস শিক্ষার্থীদের জন্য এবং অন্যটি শিক্ষকদের জন্য মিনি বাস হিসেবে ব্যবহৃত হবে।


রবিবার (৩০ জুন) সিন্ডিকেটের ১০৪তম সভায় এই বাজেট অনুমোদিত হয়। একইসঙ্গে ২০২৪-২৫

অর্থ বছরের জন্য ৭৫ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার টাকার সংশোধিত বাজেটও সভায় অনুমোদিত হয়।


বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। তিনি জানান, চলতি অর্থবছরের বাজেট চাহিদা ছিল ৯২ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকা, তবে সর্বোচ্চ বরাদ্দ অনুমোদিত হয়েছে ৭৬ কোটি ১০ লাখ টাকা, ফলে চাহিদার তুলনায় ঘাটতি থাকবে প্রায় ১৬ কোটি ৬০ লাখ টাকা।


নতুন বাজেটে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৬৯ কোটি টাকা অনুদান পাওয়া যাবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে ৭ কোটি ১০ লাখ টাকা। গত বছরের তুলনায় ইউজিসির বরাদ্দ বেড়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা।


বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকা (৩.৮৫%)। এছাড়া বেতন-ভাতা ও পেনশন খাতে বরাদ্দ ৬২.৭৫%, পণ্য ও সেবা খাতে ২৬.৪৯%, মূলধন অনুদানে ৬.৯১%, স্বাস্থ্যসেবা খাতে ০.০৮%, এবং যানবাহন ক্রয়ে বরাদ্দ ১.৬৭%।


বাজেট অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাজেট বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 


ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “২০০৭-০৮ অর্থ বছরে কুবির বাজেট ছিল মাত্র ১ কোটি ১০ লাখ টাকা। সেখান থেকে আজ তা দাঁড়িয়েছে ৭৬ কোটি ১০ লাখে। এটি আমাদের ধারাবাহিক অগ্রগতির প্রতিচ্ছবি। ইউজিসির সঙ্গে আলোচনা করে আমরা বাজেট বরাদ্দ আরও বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

৭ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন