মাওলানা ভাসনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি) শিক্ষা সফরে আসছে কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়টির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হ্যাং মুক চোসহ এর নেতৃত্বে আগামী ৮ জুলাই রাতে দেশে আসার কথা রয়েছে দলটির।
১০ সদস্যের দলটিতে চারজন মেয়ে শিক্ষার্থী এবং একজন
পিএইচডি শিক্ষার্থীও আসার কথা রয়েছে।জানা যায় মাওলানা ভাসনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়ে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য একটি প্রজেক্ট চলমান রয়েছে। এই প্রজেক্টের উদ্দেশ্যেই তারা এই শিক্ষা সফরে আসছেন।এর আগেও দুইবার শিক্ষা সফরে মাভাবিপ্রবিতে এসেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
কার্যক্রম শেষে আগামী ১৫ ই জুলাই কোরিয়ান শিক্ষার্থীরা ঢাকা ত্যাগ করবে বলে জানা গেছে।
উল্লেখ্য ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অধীনে দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ৭ বছর মেয়াদী অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট নামে মাভাবিপ্রবি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব সম্প্রসারন, আধুনিক কারিকুলাম প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করে চলেছে।
বিভাগটিতে দক্ষিণ কোরিয়ান অর্থায়নে ল্যাব উন্নয়নে বিভিন্ন যন্ত্রপাতি, ল্যাব সরঞ্জাম ও পুস্তক ক্রয় করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।।
১ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫