কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর রেলগেট এলাকায় সেনাবাহিনী একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১১ জুন) রাত সারে ১১টার সময়, সেনাবাহিনীর একটি টহল দল ধর্মপুরের মাদক ব্যবসায়ী মোছাঃ হাজেরা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তার বাড়ি থেকে আনুমানিক ৬ কেজি গাঁজা এবং ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে
সেনাবাহিনী।সেনাবাহিনী সূত্র জানায়, মাদকদ্রব্যগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর কাছ থেকে আমরা মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়িকে পেয়েছি। আমরা যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করিবো।
২৭ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫