চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার ইউনিটের রোভার মেট সুরাইয়া হোসেন শান্তা রোভার স্কাউট এর অভীষ্ট লক্ষ্য প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করার প্রয়াসে ৭-১২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. মোট ৫দিন পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেন।
পরিভ্রমণকালে তার সাথে আরো থাকবেন সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল
ইন রোভার উম্মে হাবিবা আইরিন ও সাবিনা আক্তার প্রিয়া।উল্লেখ যে সুরাইয়া হোসেন শান্তাই চবির প্রথম গার্ল ইন রোভার হিসেবে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে যাচ্ছেন।পরিভ্রমণ কালে তিনি বিভিন্ন স্থানে যাত্রা বিরতির মাধ্যমে পরিভ্রমণের দিনগুলো অতিবাহিত করবেন।
তিনি চট্টগ্রাম কলেজ থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে গাছবাড়িয়া সরকারি কলেজ, লোহাগড়া উপজেলা,চকরিয়া উপজেলা,রামু উপজেলা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রিপোর্টিং করার মাধ্যমে ৫ দিনের পরিভ্রমণ শেষ করবেন।
পরিভ্রমণকালে তিনি বিভিন্ন জনসচেতনতামূলক বাণী সম্বলিত প্লেকার্ড নিয়ে জনসচেতনতা চালাবেন।
তিনি আরো পরিভ্রমণের কার্যক্রম হিসেবে পরিভ্রমণের পথগুলোর নকশা অঙ্কন করাসহ জনগুরুত্বপূর্ণ স্থান সমূহের তথ্য নোট বুকে সংগ্রহ করবেন।
তার পরিভ্রমণ যেন সুন্দর ও সফল হয় সে উদ্দেশ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।আরো শুভ কামনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার প্রফেসর ড.মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ।
২ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫