Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কুমিল্লা বিভাগ

অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের নিকট চাঁদা দাবির মামলায় আসামির রিমাণ্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার:
২০ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো





কুমিল্লায় কাজী মীর আহমেদ মীরু নামে এক সাংবাদিকের উপর হামলা ও মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরীর এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।


 বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিশাত জাহান চৌধুরী এ আদেশ দেন। 


আসামি সাইফুল নগরীর শাকতলা এলাকার

মৃত. আবুল হাসেমের ছেলে।   


মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, আসামি সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরী নিজেকে ওয়ার্ল্ড ভিউ ট্যুরস্ এণ্ড ভিসা কনসালটেন্সি নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর পরিচয়ে স্টুডেন্ট ও ওয়ার্কপার্মিট ভিসায় বিভিন্ন দেশে শিক্ষার্থী ও লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজী করে আসছিলেন। তিনি নগরীর শাকতলা এলাকার বাসিন্দা সাংবাদিক কাজী মীর আহমেদ মীরুর ছেলেকে স্টুডেন্ট ভিসায় কানাডা পাঠানোর প্রস্তাব করেন। এতে ওই সাংবাদিক খোঁজখবর নিয়ে জানতে পারেন, ওই নামে ফেইবুক আইডির মাধ্যমে ও ভিজিটিং কার্ড ছাপিয়ে বিজ্ঞাপন প্রচার করলেও তার কোনো ভিসা সেন্টার কোথাও নেই। এতে তিনি ওই প্রস্তাব প্রত্যাখান করলে সাইফুল ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে নানাভাবে হুমকি দেয় এবং নিজের ফেইসবুকে সাংবাদিকের ছবিসম্বলিত একাধিক পোস্ট দিয়ে সাংবাদিক ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বিভিন্ন মিথ্যাচার করে অপপ্রচার চালায়। এরই মধ্যে গত ৪ জুন সন্ধ্যায় সাইফুল অজ্ঞাতনামা লোকজনসহ নগরীর টমছমব্রিজ এলাকায় সাংবাদিককে পেয়ে তার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় আক্রমন চালিয়ে এলোপাতারিভাবে কিল-ঘুষি মেরে সাংবাদিককে আহত করে। একপর্যায়ে সাইফুল ওই সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়।


 এ ঘটনায় সাংবাদিক কাজী মীর আহমেদ মীরু বাদী হয়ে ৫ জুন রাতে সাইফুল ইসলামকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওইদিন রাতে পুলিশ তাকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। 


আদালতের পুলিশ উপ-পরিদর্শক মো. জিল্লুর রহমান জানান, অস্ত্র উদ্ধারের বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ৩ দিনের রিমাণ্ডের আবেদন করলে আসামির উপস্থিতিতে উভয়পক্ষের শুনানী শেষে আদালতের বিচারক নিশাত জাহান চৌধুরী আসামির এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।   

  

এ মামলায় বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহেদা বেগম ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশারফ হোসেন স্বপন।

২০ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন