কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকায় গভীর রাতে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও মাদকসহ আরিফ হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ১০ মিনিটে গোমতী আইল এলাকায় অভিযুক্তের দোকান ও বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি পাইপগান, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, এক বোতল কিং ফিসার বিয়ার, একটি গাঁজার প্যাকেট এবং ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করা হয়েছে ।আটক হওয়া আরিফ হোসেন সদর উপজেলা পাথুরিয়া পাড়া এলাকার জয়নাল আবদীনের ছেলে।
অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১১ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫