Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লার চাপাপুরে শীর্ষ সন্ত্রাসী রেজাউলের ডান হাত শিমুল অস্ত্র ও বিস্ফোরকসহ আটক

স্টাফ রিপোর্টার:
২৩ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
# ফাইল ফটো





কুমিল্লা সদরের রঘুপুরের কার্তিকপুর এলাকায় ২৩  বীর -এর আওতায় সেনাবাহিনী-র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ মোঃ আবু ওবায়েদ ওরফে শিমুল আটক হয়েছে।


আটক হওয়া মোঃ আবু  ওবায়েদ ওরফে শিমুল কুমিল্লা সদরের চাঁপাপুর কার্তিকপুরের  আব্দুল ওয়াহবের ছেলে।


সোমবার ( ১৬ জুন) ভোর ৪ টায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিমুলের কাছ

থেকে  ১টি ৭.৬৫ মিমি পিস্তল, ২টি পাইপগান, ৩টি ককটেল, ৬ রাউন্ড শটগান গুলি, ১ রাউন্ড ৭.৬৫ মিমি গুলি, ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।


বিশ্বস্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী শিমুল কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের ডান হাত হিসেবে কাজ করে। এক সময় এই রেজাউল এমপি বাহারের জন্য অস্ত্র আনার দায়িত্বে ছিল। বর্তমানে সে নিজেকে এবং শিমুলকে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি  আবুর লোক হিসেবে পরিচয় দেয়। তারা অস্ত্র দিয়ে রাজনৈতিক সহিংসতা এবং চাঁদাবাজিতে জড়িত।

২৩ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন