Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা উত্তর চর্থা এলাকায় ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
২৯ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা নগরীর উত্তর চর্থা এলাকার তেলিয়াপুকুর পাড়ে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন বিপুল পরিমাণ মাদকসহ সাব্বির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে।


৯ জুন সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।


গ্রেফতার হওয়া ছাব্বির হোসেন কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকার শহীদ মিয়ার ছেলে।


অভিযানের সময় বেশ কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে

যায়। 


জানা যায়, যেই বাড়িতে অভিযান চালানো হয়েছে, সেই বাড়ির গৃহকর্ত্রী এর আগেও মাদক-সংক্রান্ত একাধিক মামলার আসামি ছিলেন।  দেশের বিচার ও আইন-শৃঙ্খলা ব্যবস্থায় পুনর্বাসনের উপযুক্ত সুযোগ না থাকায় তিনি পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।


অভিযানে ৩০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩ টি মোবাইল ফোন, একটি ট্যাব ও ২টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।


 গ্রেফতারকৃত আসামিকে  থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পালিয়ে যাওয়া ব্যক্তিদের সনাক্তকরণ ও আটক করার জন্য সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে।

২৯ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন