Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা পুলিশ লাইন্সে পুনাক সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
১৮ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ফল উৎসব  অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২১ জুন) সকালে  কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে ফল উৎসবের উদ্বোধন করেন  জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান।  


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরী (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামীম ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার

(সদর সার্কেল) সাইফুল মালিকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এছাড়াও সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


পরে বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। 


পরিদর্শন শেষে তিনি জানান, দেশীয় ফল সম্পর্কে জ্ঞান অর্জন করে, গুণগত মান সম্পর্কে জেনে ফল খেতে সকলে আগ্রহী হয় সেজন্য  প্রতিবছর এই ফল উৎসব আয়োজন করা হয়।


এছাড়াও তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য শুধু আনন্দই নয়, বরং পুলিশ পরিবারের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানো।”

১৮ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন