বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবিরকে সংগঠনটির নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) এক সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে
সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান সম্পাদক ডা. ওসামাহ রাইয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি মু. নুরুল ইসলাম সাদ্দাম।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন শাখার সদ্য বিদায়ী সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
১ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫