Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শিক্ষা

কুবি নৃবিজ্ঞান বিভাগের ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মিরাজ-রেশা

কুবি প্রতিনিধি:
৬ ঘন্টা আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো





কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের অধীনে পরিচালিত ডিবেটিং ক্লাব অব অ্যানথ্রোপলজির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মিরাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেশা খানম।


মঙ্গলবার (৮ জুলাই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামিমা নাসরিন এবং প্রভাষক অমিত

দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুনিয়া আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা সুলতানা রাতুয়া, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম সাজিদ, অর্থ সম্পাদক লামিয়া আক্তার, পাঠচক্র বিষয়ক সম্পাদক মোছা. মারিয়া তাবাসসুম এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সাবের হোসেন।


এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে খাইরুল আমীন মাসুম ও তুহিন আলমকে মনোনীত করা হয়েছে। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

৬ ঘন্টা আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন