Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিনোদন

চলতি মাসেই বাগদান রাঘব-পরিণীতির!

বিনোদন ডেস্ক:
৪ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো

রাজনীতির জগৎ থেকেই মনের মানুষ খুঁজে নিয়েছেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, পাঞ্জাবের আপ সাংসদ (এমপি) রাঘব চাড্ডার সঙ্গে প্রেমের পর বাগদানে বাঁধা পড়ছেন এ প্রেমিক যুগল।


প্রথমদিকে তাদের ভালোবাসা গুঞ্জন ভেবে উড়িয়ে দেওয়া গেলেও এখন আর চক্ষুগোচরের সুযোগ নেই। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ জুটির বাগদানের

তারিখ চূড়ান্ত হয়েছে।

চলতি মাসের ১৩ মে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হবে পরিণীতি ও রাঘবের। বাগদানের তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই মিডিয়া ও বলিপাড়ায় পরিনীতিকে এখন ‘বৌদি’ বলে সম্বোধন করা হচ্ছে। এতে লজ্জায় লালও হতে দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে।

পরিণীতি ও রাঘবের সম্পর্ক অবশ্য অনেক আগেই নিশ্চিত করেছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। এক টুইটবার্তায় তিনি নতুন জুটির প্রতি শুভকামনা জানিয়েছেন সম্পর্কের শুরুতেই। এবার সে সম্পর্ক বাগদানের মধ্য দিয়ে আরও মজবুত হতে চলেছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, পরিণীতির কাজিন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অক্টোবরে লন্ডন থেকে ভারতের উদ্দেশে পাড়ি দেবেন। আর ওই সময়ই বড় বোনের উপস্থিতিতে বিয়ের গাঁটছড়াও বাঁধতে চলেছেন এ নতুন তারকা জুটি। যদিও জনসমক্ষে এখন পর্যন্ত রাঘব বা পরিণীতির কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

৪ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন