কুমিল্লায় ছয় দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলার সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রবিবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা জেলার সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে "কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।"
বিক্ষোভ মিছিল ও সমাবেশের শুরুতেই
পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরো ক্যানভাস প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে এসে সমাবেশ করেন শিক্ষার্থীরা।উক্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
২০ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫