কুমিল্লা মানেই চমক, কুমিল্লা মানেই নতুনত্ব, কুমিল্লা মানেই লিজেন্ডারি আর সেই লিজেন্ডারি বা শ্রেষ্ঠত্বের প্রমাণ পেল দেশের গন্ডি পেরিয়ে প্রবাসের মাটি ওমানে।
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এর উদ্যোগে ও উইমেন্স উইং এর সার্বিক আয়োজনে বাংলাদেশী প্রবাসীদের নিয়ে এক মিলন মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবের উদ্ভোধন করেন ওমান বাংলাদেশ দূতাবাস এর রাস্ট্রদূত
নাজমুল ইসলাম ও ওনার সহধর্মিণী এবং লেবার কাউন্সিলর মেজর রাফিউল। সাথে ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ, বিভিন্ন উইংস গুলোর নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ।বিচারকদের দক্ষ ও বিচক্ষণ রায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এর ৭ টি উইংসের মধ্যে একমাত্র বৃহত্তর কুমিল্লা উইংস।
এই শ্রেষ্ঠত্বের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম ছিলো তাদের নাম না বললেই নয়.. বৃহত্তর কুমিল্লা উইংস এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, আহবায়ক ইন্জিনিয়ার ফোরকান উদ্দিন, যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার রাকিবুল হাসান, সদস্য সচিব ইন্জিনিয়ার সাইদুল ইসলাম।
আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে জসীম উদ্দিন প্রধান, ইন্জিনিয়ার ইসমাইল, জাকির হোসেন, মশিউর রহমান সুমন, রাবি আউয়াল খোকন, দুলাল, আল আমিন মোহাম্মদ জাহিদুল রাজিব, লোকমান সাহেব, ইন্জিনিয়ার রিয়াজুল ইসলাম চৌধুরী, আরিফ, সালাউদ্দিন।
উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা উইংস এর সিনিয়র নেতৃবৃন্দ - ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, আব্দুল মতিন, ঈসা সিরাজ চৌধুরী, মাহবুবুর রহমান, মাহবুব আলম, সহ কুমিল্লা উইংস এর সকল সদস্যবৃন্দ।
যাদের সূনিপূন হাতের নিপূন দক্ষতায় এই শ্রেষ্ঠত্বের অর্জন,তারা হলেন, তামান্না শারমিন রিপা, শাহনাজ আরিফ,লিজা, আশেদা, শোভা, বিজলী, জিনাত, লুবনা, রাবেয়া, এলমা, সাবিনা ইয়াসমিন প্রমূখ।
২২ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫