Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

প্রবাসের খবর

মালয়েশিয়ায় ১১৪ বাংলাদেশি অভিবাসীকে আটক

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো



মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোটা ভারুতে অভিযান চালিয়ে ১১৪ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সোমবার রাতে কোটা ভারুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এ সময় এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়।


কেলানতান ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, স্থানীয় বাসিন্দাদের তথ্যের

ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা সকলেই ১৮ থেকে ৫৫ বছর বয়সী শ্রমিক।


ইমিগ্রেশন কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, আটককৃতদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথি বা কাজের অনুমতি ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করা। ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) অনুযায়ী তাদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আটককৃতদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রেখে আরও তদন্ত চলছে।


৪ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন