Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিশ্ব

"১০ মিলিয়ন মার্কিন ডলার খরচে ইতালি ভেনিস বিয়ের আয়োজন"

সরকার মোখলেছুর রহমান ইতালি থেকে
১৮ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো





আগামী ২৪ থেকে ২৬ জুন, ইতালির জল কন্যা নগর  ভেনিসের লেগুনে জেফ বেজোস (অ্যামাজনের প্রতিষ্ঠাতা) এবং লরেন সানচেজ-এর তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান খরচ নিয়ে গুজবের ঝড়!  


হাইলাইটস লেডি গাগা গেস্ট পারফর্মার হিসেবে আসছেন বলে আবারও জানানো হয়েছে।  


অরল্যান্ডো ব্লুম ও ক্যাটি পেরি, ক্রিস জেনার ও কিম কার্দাশিয়ান-সহ বহু তারকা উপস্থিত থাকবেন।  


২৭টি

ড্রেস পরিবর্তন করবেন লরেন! প্রধান ড্রেস অস্কার ডি লা রেন্টা এবং ডলচে অ্যান্ড গাব্বানা-র ডিজাইনও থাকবে।  বিয়ের আয়োজন  হবে অবস্থান  ভেনিস সান জর্জিও দ্বীপ ভ বা স্কুওলা গ্রান্ডে দেলা মিসেরিকোর্ডিয়াগোপনীয়তা বজায়!  


বিয়ের খরচ: প্রথমে ৩০ মিলিয়ন ডলারের কথা শোনা গেলেও এই বিষয়  ডেইলি মেইল-এর রিপোর্টে থেকে বলা হচ্ছে ১০ মিলিয়ন ডলার খরচ হবে বিয়েতে। 


ভেনিসে স্থানীয়দের মধ্যে "নো বেজোস" প্রতিবাদের আয়োজন চলছে—শুক্রবার রিয়াল্টোর পেশচেরিয়া-তে বৈঠক  হয়েছে।

১৮ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন