Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

খেলাধুলা

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিরাট কোহলি

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো



গত সপ্তাহে রোহিত শর্মা সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দেন। তারও আগে সেই পথে হাঁটার ইঙ্গিত দেন বিরাট কোহলি। আইপিএলের মাঝপথে বোর্ডকে জানান সিদ্ধান্ত। ভারতের ক্রিকেট বোর্ড অনুরোধ করেছিল। রাখেননি। টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা আজ নিজেই নিশ্চিত করেছেন ভারত তথা সময়ের অন্যতম সেরা তারকা ব্যাটার।


টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন কোহলি।

এবার লাল বলের ক্রিকেটে টানলেন ১৪ বছরের ইতি। ইন্সটাগ্রামে কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটের ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছি তাও ১৪ বছর হয়েছে। সত্যি বলতে, কখনও ভাবিনি এই ফরম্যাটের যাত্রা আমাকে এত দূর নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা করেছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বহন করব।’


সত্যি বলতে, কখনও ভাবিনি এই ফরম্যাটের যাত্রা আমাকে এত দূর নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা করেছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বহন করব

বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটার


কোহলি লিখেন, ‘এই ফরম্যাট ছেড়ে দেওয়া আমার জন্য সহজ কিছু ছিল না, কিন্তু এটাই সঠিক সময়। আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক কিছু পেয়েছিও যা কখনও আশা করিনি। পেছনে ফিরে যখনই আমার টেস্ট ক্যারিয়ার দেখব মুখে হাসি থাকবে।’


অস্ট্রেলিয়া সফরেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। একাধিকবার সতীর্থদের ইঙ্গিতও দিয়েছিলেন। আইপিএলের মাঝে একই বার্তা দিয়েছেন বোর্ডকে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কোহলির ফর্মও খুব একটা ভালো নেই। সবমিলিয়ে তাই এখন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলাতেই মঙ্গল দেখছেন ভারতের এই সাবেক অধিনায়ক।


একইসময়ে দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের টেস্ট ছাড়ার সিদ্ধান্তে কিছুটা বিচলিত হয়ে পড়েছে বিসিসিআই। তাই কোহলিকে আরও একবার ভেবে দেখার অনুরোধ করেছিল। তবে কোহলি সেই অনুরোধ আমলে নেয়নি। সাদা পোশাকের ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন কিং কোহলি।

২৮ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন