Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিনোদন

শাহরুখের সিনেমা দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন এড শিরান

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো



ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান বলিউডে পা রাখতে চলেছেন। বলিউডের কিং খ্যাত শাহরুখ খানের আসন্ন সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গায়ক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।


এড শিরান শাহরুখ খানের জন্য একটি হিন্দি গান রেকর্ড করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যদিও তিনি সিনেমাটির নাম প্রকাশ করেননি, তবে অনুমান করা হচ্ছে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত

‘কিং’ চলচ্চিত্রে এই গানটি থাকবে।


এর আগে, এড শিরানের ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিওতে শাহরুখ খান ও অরিজিৎ সিংয়ের উপস্থিতি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। সম্প্রতি, ১৭ জুন এড শিরান ইউটিউবে ‘স্যাফায়ার’ গান তৈরির পিছনের গল্প শেয়ার করেন। সেখানে তিনি জানান, কীভাবে শাহরুখ খানকে এই গানের জন্য ক্যামিও করতে রাজি করিয়েছিলেন। ভিডিওতে তাকে হিন্দি গানের লাইন রেকর্ড করতেও দেখা গেছে।


একটি ফ্যান ক্লাব ইনস্টাগ্রামে এই ভিডিও ক্লিপ শেয়ার করে লিখেছে, "পুরো পাঞ্জাবি ভার্সনের জন্য অপেক্ষা করতে পারছি না!" এড শিরান এই পোস্টে মন্তব্য করে স্পষ্ট করেন, "হিন্দি গানটি শাহরুখের একটি বলিউড মুভির জন্য, আর অরিজিৎ ও নীলকান্তের সঙ্গে পাঞ্জাবি ভার্সন। আমি এখন সব ভাষাতেই গান করছি!"


এই তথ্য থেকে ধারণা করা হচ্ছে, শাহরুখের ‘কিং’ সিনেমাতেই শোনা যাবে এড শিরানের গান। তবে এখনও শাহরুখ খান বা পরিচালক সিদ্ধার্থ আনন্দ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।


উল্লেখ্য, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানী মুখার্জির মতো তারকারাও অভিনয় করছেন।

২০ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন