Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ১৬, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বিনোদন

২০ দিনে কত আয় করল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে বুধবার, জুলাই ১৬, ২০২৫
# ফাইল ফটো



সুকুমার পরিচালিত আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে তৃতীয় সপ্তাহেও শক্ত অবস্থান ধরে রেখেছে। তবে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে আল্লু অর্জুন বর্তমানে চাপে রয়েছেন। এই ঘটনার পর তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ব্যবসার উপর এই ঘটনার প্রভাব পড়েনি।


সর্বশেষ প্রতিবেদন

অনুযায়ী, পুষ্পা ২ ভারতের বক্স অফিসে ১১০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে চলেছে। মুক্তির ২০ দিনের মাথায় সিনেমাটি দেশীয় বক্স অফিসে ইতোমধ্যে ১০৮৯.৫১ কোটি রুপি আয় করেছে। ছবিটি ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং তৃতীয় মঙ্গলবার ছবিটির একদিনের আয় ছিল আনুমানিক ১৪.২৫ কোটি রুপি।


প্রথম সপ্তাহে পুষ্পা ২ বক্স অফিসে আয় করেছিল ৭২৫.৮ কোটি রুপি এবং দ্বিতীয় সপ্তাহে ২৬৪.৮ কোটি রুপি। বিশ্বব্যাপীও ছবিটি অসাধারণ ব্যবসা করেছে। টিম পুষ্পার দাবি, এটি বিশ্বব্যাপী ১৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে।


হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ারের দিন পদপিষ্ট হয়ে এক নারী মারা যান এবং তার ৯ বছর বয়সী শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনার পর বিক্ষোভকারীরা অভিনেতার বাড়িতে ভাঙচুর চালিয়েছেন এবং দাবি করেছেন যে, আল্লুকে নিহতের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। বর্তমানে অভিনেতার বাড়ির সামনে সাদা পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে।


সিনেমার প্রযোজক নবীন ইয়ার্নেনি এবং রবি শঙ্কর তেলেঙ্গানার সড়ক ও বিল্ডিং এবং সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডির উপস্থিতিতে কেআইএমএস হাসপাতালে নিহতের পরিবারকে ৫০ লাখ রুপির চেক হস্তান্তর করেছেন।


এই ঘটনার তদন্তের অংশ হিসেবে অভিনেতা আল্লু অর্জুনকে হায়দরাবাদের চিক্কাদপল্লি থানায় তলব করা হয়েছিল। মঙ্গলবার তিনি পুলিশের সামনে হাজির হন এবং তদন্তে সহযোগিতা করেন।


তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

২৩ দিন আগে বুধবার, জুলাই ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন