Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
# ফাইল ফটো



বঙ্গোপসাগরে একটি লুঘচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল সকাল থেকেই কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। 


সোমবার (১৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তর একটি বুলেটিনে এই সতর্কতা জারি করেছে।


আবহাওয়াবিদ

মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরজুড়ে মাঝারী অবস্থায় রয়েছে। পাশাপাশি বায়ুচাপের তারতম্যও বেড়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।


সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

২ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন