Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

লিড নিউজ

মামলা না নিলে ওসির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো



ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকার কোনো থানায় মামলা নিতে গড়িমসি করলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক মিনিটের মধ্যে বরখাস্ত করা হবে।


সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।


বৈঠকে একজন রিকশাচালক অভিযোগ করেন, তাকে কামরাঙ্গীরচর

এলাকায় রোববার এবং এর আগে একদিন মারধর করা হয়েছে।


এ প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, “আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। যদি মামলা নিতে অস্বীকৃতি জানায়, তবে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করা হবে।”


চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, “রিকশা বা ভ্যানে কোনো চাঁদাবাজি চলবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা চাঁদার টাকা ভাগাভাগি করে খায়। যদি পুলিশের কেউ এতে জড়িত থাকে, তবে তার কোনো ছাড় থাকবে না। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


চাঁদাবাজি বন্ধে একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, “রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে একটি কমিটি গঠন করুন। এই কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।”


এর আগে সকাল ১১টার দিকে দুটি রিকশাচালক সংগঠনের নেতারা ডিএমপি সদর দপ্তরে কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।


তারা জানান, “পেটের তাগিদে আমাদের মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকার গলিতে ঢুকতে দেওয়া হয় না। বাধ্য হয়ে আমরা প্রধান সড়কে যাই। আমাদের সহযোগিতা করলে উপকৃত হতাম।”

১৬ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন