ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় ৪৫ হাজারে পৌঁছেছে। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ।
সোমবার (৯ ডিসেম্বর) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে নিহতের সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭৫৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৬ হাজারেরও বেশি মানুষ।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ আটকে আছেন। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালালেও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরাইল গাজায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় হাসপাতাল, স্কুল, মসজিদসহ অসংখ্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন, এবং গাজার ৮৫ শতাংশ মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবা সংকটে ভুগছেন।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি আগ্রাসনে গাজার ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। ইতোমধ্যেই ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
গাজাকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া এই সহিংসতা বন্ধের জন্য বিশ্ব সম্প্রদায় এখনো কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।
১ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫