হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল-রিশেক ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের সফল হামলার প্রশংসা করেছেন। তিনি বলেন, ইরানের হামলায় ইসরায়েলের অহংকার চূর্ণ হয়ে গেছে।
স্থানীয় ফিলিস্তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে রিশেক বলেন, ইসরায়েলের এই তথাকথিত আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা ব্যর্থ প্রমাণিত হয়েছে এবং দেশটি এখন সেই আগুনেই পুড়ছে; যা সে অনেক দিন ধরেই এই অঞ্চলের মানুষের
ওপর জ্বালিয়ে রেখেছিল।তিনি বলেন, আয়রন ডোম এবং ডেভিডস স্লিংয়ের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে যতই প্রচারণা চালানো হোক না কেন, সেগুলো ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, ইরানের এই শক্তিশালী জবাব প্রমাণ করে দিয়েছে; সব অহংকারই কোনো না কোনোভাবে চূর্ণ হয় এবং একটা সময় সব আগ্রাসনের শাস্তি পেতে হয়।
২৫ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫