Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জাতীয়

৮ হাজার ৬০৬ হজযাত্রী দেশে ফিরেছেন

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
# ফাইল ফটো




পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হজযাত্রীদের দেশে ফেরার পালা শুরু হয়েছে। হজ বুলেটিনের তথ্যমতে, বুধবার (১১ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে ৮ হাজার ৬০৬ জন হাজি বাংলাদেশে ফিরেছেন।


ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছিলেন ৮৩৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছিলেন ৭ হাজার ৭৬৯ জন।


এ পর্যন্ত হজযাত্রীদের ফিরিয়ে আনতে ২২টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪টি, সৌদি এয়ারলাইন্স ৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১০টি ফ্লাইট।


এয়ারলাইন্সভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্স ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স সর্বোচ্চ ৪ হাজার ১২ জন হাজিকে দেশে ফিরিয়েছে।


এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।


উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজে গিয়েছেন। তাদের ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।


গত ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়েছিল ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে।

২৮ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন