পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হজযাত্রীদের দেশে ফেরার পালা শুরু হয়েছে। হজ বুলেটিনের তথ্যমতে, বুধবার (১১ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে ৮ হাজার ৬০৬ জন হাজি বাংলাদেশে ফিরেছেন।
ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছিলেন ৮৩৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছিলেন ৭ হাজার ৭৬৯ জন।
এ পর্যন্ত হজযাত্রীদের ফিরিয়ে আনতে ২২টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪টি, সৌদি এয়ারলাইন্স ৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১০টি ফ্লাইট।এয়ারলাইন্সভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্স ৩ হাজার ১৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স সর্বোচ্চ ৪ হাজার ১২ জন হাজিকে দেশে ফিরিয়েছে।
এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজে গিয়েছেন। তাদের ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
গত ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়েছিল ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে।
২৮ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫