Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, জুলাই ১১, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

জাতীয়

১৮ অক্টোবর ওআইসির জরুরি সম্মেলন, যোগ দেবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শুক্রবার, জুলাই ১১, ২০২৫
# ফাইল ফটো

সৌদি আরবের আহ্বানে ১৮ অক্টোবর জেদ্দায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি সম্মেলন।

ফিলিস্তিন সংকট নিয়ে জেদ্দায় আয়োজিত এই সম্মেলনে অন্যান্য মুসলিম দেশের মতো যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধি দল।

রবিবার এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় অষ্টম দিনের মতো চলছে ইসরায়েলি বিমান হামলা।

গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের মূলভূখণ্ডে ভয়াবহ রকেট হামলা চালায় গাজার হামাস যোদ্ধারা। এর জবাবে কয়েক ঘণ্টার মধ্যে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দুই পক্ষে পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে। প্রথা অনুযায়ী, বিমান হামলার আগে, ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেয় তেলআবিব।

২৯ দিন আগে শুক্রবার, জুলাই ১১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন