Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

লিড নিউজ

যে কারণে ক্ষমা চেয়েও সাকিবের দেশে ফেরা হচ্ছে না

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো




বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ২১ অক্টোবর শুরু হবে। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ম্যাচের জন্য দল ঘোষণা করে, যেখানে সাকিব আল হাসানকে তার অনুরোধ অনুযায়ী স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে শেষ পর্যন্ত সাকিবের দেশে ফেরা হচ্ছে না। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে তার ঢাকা পৌঁছানোর কথা ছিল।


সাকিব যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে বাংলাদেশে

ফেরার পরিকল্পনা করেছিলেন এবং তিনি বর্তমানে দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। দুবাইয়ে পৌঁছানোর পর সাকিবকে বাংলাদেশ থেকে বার্তা পাঠানো হয় যে, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত তাকে দেশে ফেরার বিমানে চড়তে নিষেধ করা হয়েছে।


সরকারি পর্যায় থেকেই এই নির্দেশনা এসেছে বলে জানা গেছে। অবশেষে সাকিবকে জানানো হলো, আপাতত দেশে না ফেরার জন্য। বিসিবি এবং সরকারি পর্যায় থেকে সাকিবকে জানানো হয়েছে যে, নিরাপত্তার স্বার্থে তিনি যেন এখনই দেশে না ফেরেন।


দুবাইয়ে সাকিবের যাত্রাবিরতি দীর্ঘ ছিল। বুধবার দুবাই পৌঁছালেও, সেখান থেকে তার ঢাকায় আসার ফ্লাইট ছিল আজ বিকেল ৫টার দিকে এবং ঢাকায় তার পৌঁছানোর কথা ছিল রাত ১১টার পরে। তবে, নিরাপত্তার কারণে সাকিবকে দুবাই থেকেই ফেরত যেতে হবে বলে জানানো হয়েছে। দেশের ক্রিকেট বোর্ড তাকে নিরাপত্তা হুমকির কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।


গত কয়েক দিন ধরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ স্লোগান দিয়ে মিছিল করেছে এবং দেয়াললিখন লিখেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেওয়ার দাবি তুলে আজও একটি পক্ষ স্মারকলিপি নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যাওয়ার পরিকল্পনা করেছে।

২৫ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন