ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ক্রয় কার্যক্রম আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “টিসিবি বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার পণ্য
ক্রয় করে এবং সাড়ে ৪ হাজার কোটি টাকার ভর্তুকি প্রদান করে। আমরা চাই ক্রয় কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে এবং বেশি সংখ্যক ব্যবসায়ীকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে। এতে জনগণের উপকার আরও বাড়বে।”তিনি আরও বলেন, “পণ্য ক্রয়ে যদি আমরা ১২ হাজার কোটি টাকার মধ্যে অন্তত এক হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারি, তবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে রমজান উপলক্ষে টিসিবির উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে।”
উল্লেখ্য, বুধবার থেকে টিসিবি ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী এই সুবিধা পাবেন। এই দফায় প্রতিটি ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকায় ২ লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), ৬০ টাকায় ২ কেজি মসুর ডাল এবং ৭০ টাকায় ১ কেজি চিনি কিনতে পারবেন। তবে গত বছর টিসিবির তালিকায় চাল থাকলেও এবারের দফায় চাল সরবরাহ করছে না সংস্থাটি।
২ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫