থাইল্যান্ডের মধ্যাঞ্চলে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির মধ্য সুফান বুরি প্রদেশের সালা খাও টাউনশিপের কাছে বিকাল ৩টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা এখনও নিহতের সংখ্যা যাচাই করে দেখছে। পুলিশ কর্নেল থিরাপোজ রাওয়াংবান বার্তা সংস্থা এএফপিকে বলেন, কতজন মারা গেছেন তা আমরা খতিয়ে দেখছি। তিনি আরও বলেন, আমরা অন্যান্য
তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। স্থানীয় উদ্ধারকারী সংস্থার শেয়ার করা ছবিতে মাটির ওপর ধাতব ধ্বংসাবশেষ এবং কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।
থাইল্যান্ডে আতশবাজি এবং অন্যান্য পাইরোটেকনিক্স উৎপাদনকারী কর্মশালায় বিস্ফোরণ অস্বাভাবিক নয়। গত বছর আতশবাজির বিস্ফোরণে ১০ জন নিহত ও শতাধিক আহত হন।
২৪ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫