Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

পর্যটন

টাঙ্গুয়ার হাওরের বিশ্বস্ত নাম ভাসমান বাড়ি খ্যাত মুন অব টাঙ্গুয়া

স্টাফ রিপোর্টার:
২ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো

টাঙ্গুয়ার হাওরে নবনির্মিত একটি হাউস বোট মুন অব টাঙ্গুয়া।রুপসী বাংলা টুরিজম এর অনেক গুলো বোটের মধ্যে এটি অন্যতম, এটি কে বোট না বলে ভাসমান বাড়ি বলা যায়। কারণ এটি তৈরিতে তারা এমন কিছু প্লান ব্যাবহার করেছে যাহার মাধ্যমে এই বোট কে ভাসমান বাড়ি বললে কোনো ভুল হবে না ।তারা পুরো বোট টি তে আধুনিকতার সাথে ইকো ফ্লেভার রেখেছে। অতিথিদের অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করার জন্য পুরো বোট টি কাঠের

মাধ্যমে তৈরি করা হয়েছে।তাই এটি একটি ভাসমান বাড়ি ।

রুপসী বাংলা টুরিজম ও মুন অব টাঙ্গুয়ার অন্যতম পরিচালক মোঃ মাঈন উদ্দিন ফারুক বলেন- কেনো এটি ভাসমান বাড়ী,  "বলেছি এইবার শুনুন এই বোটটিটে আমরা সর্বমোট ৭টা রুম করেছি। রুম গুলোর প্রত্যেকটার ভেতর থাকছে আপনার নিজের বাসার রুমের মত আসবাবপত্র । সব গুলো রুমের সাথে আধুনিক অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। সব গুলো হাই কমোড । থাকছে সুবিশাল একটি রান্না ঘর। গ্রুপ ভিত্তিক আড্ডা অথবা গল্প করার জন্য থাকছে একটি বিশাল লবি। বোটের সামনে সুন্দর সাজানো দোলনা এবং ফটোগ্রাফি করার জন্য যতেষ্ট ফাঁকা জায়গা রয়েছে। একটি বাড়িতে যেমন একটি সুন্দর ছাদ থাকে ঠিক তেমনি আমাদের ও একটি বিশাল ছাদ রয়েছে। ছাদ থাকলে বাগান করা আমাদের শখ আর এই শখ টাও আমরা আমাদের ছাদে পূরণ করেছি। আমাদের মোট ৭টা রুম। এই ৬ রুমের জন্য আমরা ৭টা চেয়ার, টেবিল দিয়ে সুন্দর করে গুছানো একটি রুফ টপ রেস্টুরেন্ট ও বানিয়েছি। ও হ্যা  অবসর সময় কাটানোর জন্য আমাদের রয়েছে বিভিন্ন স্পোর্টস এর ব্যাবস্থ।বিনোদনের জন্য আমাদের বোটে পাবেন সাউন্ড সিস্টেম। আর অবসর সময় কাটানোর জন্য বোটে রয়েছে কেরাম , লুডু , ফুটবল , দাবা ,কার্ড খেলার ব্যাবস্থা । বোটের পর্যটকদের সেফটির জন্য রয়েছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং বয়া । সাথে ফার্স্ট এইড বক্স এবং অগ্নি নির্বাপক ব্যাবস্থা। পুরো বোটে অতিথিদের সার্ভিস দেওয়ার জন্য ৮জন স্টাফ সর্বদা নিয়োজিত রয়েছে।
এই বোটটিটে আমরা সর্বমোট ৭টা রুম করেছি। রুম গুলোর প্রত্যেকটার ভেতর থাকছে আপনার নিজের বাসার রুমের মত আসবাবপত্র । সব গুলো রুমের সাথে আধুনিক অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। সব গুলো হাই কমোড । থাকছে সুবিশাল একটি রান্না ঘর। রুফটপ ডাইনিং।এইবার আসুন আমাদের সার্ভিস সম্পর্কে বলি

আমরা সুনামগঞ্জ টু সুনামগঞ্জ সার্ভিস দিয়ে থাকি।  সকালে বাস থেকে নেমে ই আপনারা আমাদের ভাসমান বাড়ি মুন অব টাঙ্গুয়া তে চেক ইন করবেন। হালকা ফ্রেশ হয়ে সকালের নাস্তা হবে আমাদের সাথে। পুরো রিলাক্স এ ২ দিন এবং ১রাত আমরা আপনাদের কে নিয়ে পুরো সুনামগঞ্জ ঘুরে বেড়াবো। সুনামগঞ্জের সব সুন্দর সুন্দর স্পট যত্ন সহকারে আপনাদের কে ঘুরিয়ে দেখানোর জন্য আপনাদের সাথে আমাদের তরফ থেকে দক্ষ গাইড থাকবে । সাথে মজাদার সব খাবার পরিবেশনের জন্য থাকবে দক্ষ বাবুর্চি। এই ছাড়া রুম সার্ভিস এবং নিরাপত্তার জন্য বোটে  পর্যাপ্ত স্টাফ থাকবে। নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেলে আমরা আনোয়ারপুর অথবা তাহেরপুর থেকে জার্নি  শুরু এবং শেষ করব।কারন পানির উচ্চতা বৃদ্ধি পেলে লোকাল ব্রিজ পার হওয়া যায় না।আর এমনটা হলে শহর থেকে আনোয়ারপুর অথবা তাহিরপুর যাওয়ার আসার সম্পূর্ণ  খরচ আমরা বহন করব।

চেক ইন টাইম: সকাল ৭:০০ টা (প্রথম দিন)চেক আউট টাইম: রাত ৯:০০ টা (দ্বিতীয় দিন)
পানি স্বল্পতা কিংবা প্রশাসনিক কারণবশত বোট দিয়ে দ্বিতীয় দিন টুরিস্ট স্পটে যেতে না পারলে স্পট গুলো বাইক/অটো দিয়ে অতিথিদের ঘুরানো হবে। যাদুকাটা , শিমুল বাগান এবং বারীক্কা টিলা বাইক/অটো দিয়ে ঘুরবেন। বাইক/অটো ভাড়া বোট কর্তপক্ষ বহন করবে।সুনামগঞ্জ  টু সুনামগঞ্জ প্যাকেজ প্রাইজ (২দিন ও ১রাত) (ফুল বোট রিজার্ভ)রিজার্ভ ১৪-১৮ জন হলে জনপ্রতি ১০,০০০/-
রিজার্ভ ১৯- ২৪ জন হলে জনপ্রতি ৯,০০০/- রিজার্ভ ২৫ + হলে জনপ্রতি ৭৫০০/-আপনি চাইলে সরকারি ছুটির দিন কিংবা যেকোনো দিন মিনিমাম দুইজন হলেও বুকিং করতে পারবেন।জনপ্রতি ১০,০০০/-জনপ্রতি ৭,৫০০/- (১ রুমে ৪ জন)
জনপ্রতি ৯,০০০/- ( ১ রুমে ৩ জন)।আর হ্যা এইটা আমাদের ফিক্সড রেট। বুকিংয়ের জন্য অবশ্যই ৫০% অ্যাডভান্স করতে হবে। বুকিং কনফার্ম করে কনফার্মেশন এসএমএস এবং মানি রিসিট বুঝে নিবেন ।বুকিং মানি  আমাদেরকে ব্যাংক ,বিকাশ , রকেট অথবা সরাসরি অফিসে এসে ও দিতে পারেন ।চাইল্ড পলিসি :জিরো থেকে ৩ বছর বাচ্চার জন্য সম্পূর্ণ ফ্রি
৩ থেকে ৭ বছর প্রতি বাচ্চা ৪৫০০ টাকা ( বাবা মার সাথে রুম শেয়ার করবে।  ৭+ বছর বয়স থেকে অ্যাডাল্ট হিসেবে গণ্য হবে এবং এর জন্য পূর্ণাঙ্গ প্যাকেজ মূল্য পরিশোধ করতে হবে ।এই প্যাকেজে আমাদের  থেকে যা যা পাবেন : সম্প্র্ণূ কাঠের তৈরি বিশাল আকৃতির প্রিমিয়াম হাউজবোট
বোটের ভিতর সোজা হয়ে হেঁটে বেড়ানো মত  প্রশস্ত জায়গা
প্রিমিয়াম ওপেন লাউঞ্জ
রুফটপ প্রিমিয়াম ডাইনিং
ছাদ বাগান
জুস বার
বার্বিকিউ জোন
জেনারেটর আইপিএস দিয়ে দিনে ১৮ঘণ্টা+  বিদ্যুৎ সরবরাহ।
৭টি প্রশস্ত রুম (প্রতিটি রুমের সাথে অ্যাটাচড বাথ , ডোর-লক সুবিধা, প্রতি কেবিনে রয়েছে প্রশস্ত  বেড , লাইট, ফ্যান, ড্রেসিং টেবিল, লকার  এবং  চার্জিং পয়েন্ট।
১টি কমন ওয়াশরুম।
সুপ্রশস্ত গ্লাস উইন্ডো
পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া
দক্ষ বাবুর্চির সহায়তায় ট্রেডিশনাল ফ্রেশ খাবার
অভিজ্ঞ লোকাল ট্যুর গাইড
সার্বক্ষণিক চা/ কফি/ স্ন্যাক্স/পানি / কোল্ড  ড্রিংকস/জুস
সার্বক্ষণিক রুম সার্ভিস।
লাকমা ছড়া, শিমুল বাগান , বারিক্কা টিলা ঘুরার অটো / বাইক ভাড়া।প্রতিটা রুমে পাবেন :টিস্যু বক্স
জায়নামাজ
সাবান
শ্যাম্পু
বড় মিরর /আয়না
ব্রাশ
পেস্ট
এই ছাড়া প্রতি রুমে লাইট ২টা , ফ্যান ১টা , পার্সোনাল চার্জিং পয়েন্ট তো আছে ই। " ২দিন ও ১রাতের প্যাকেজে ঘুরতে পারবেন যেসব স্পটেঃ
টাঙ্গুয়ার হাওর
ওয়াচ টাওয়ার
নীলাদ্রি লেক
লাকমা ছড়া
বারিক্কা টিলা
শিমুল বাগান
যাদুকাটা নদী
প্যাকেজে অন্তর্ভুক্ত থাকছে খাবার সহ সবধরনের খরচ (ব্যাক্তিগত খরচ ব্যাতিত)

আমাদের খাবার মেনু:
আমাদের বোট যেমন ইউনিক ঠিক তেমনি আমাদের ফুড মেনু ও ইউনিক। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো আমরা যে ধরনের খাবার আমাদের গেস্ট দের কে সরবরাহ করি সেটা অন্য কোনো বোট করে না। এইখানে ই মূলত অন্যদের সাথে আমাদের পার্থক্য। আমাদের পেজের রিভিউ দেখলে বুঝতে পারবেন।(সর্বমোট ৬টা মূল খাবারের সাথে ৪টা নাস্তা মিলিয়ে মোট ২ দিনে ১০+ বার খাবার পরিবেশন করা হবে। এর সাথে সব সময় চা/কফি+কলা+ পানি তো আছে ই )১ম দিনঃ
সকালঃহালকা নাস্তা : ফ্রুটস জুস+ ঠান্ডা পানি + চা + বিস্কিট/কেক+ কলা
মূল নাস্তা :  চিকেন ভুনা খিচুড়ি + আচার + কোল্ড ড্রিংকস+ বেগুন ভাজি + সালাদ+ পানি
স্নাক্সঃ  ফ্রুটস + চা/কফি
দুপুরঃ ভাত + শুটকি ভর্তা + হাওরের মাছ ক্যারি  অথবা ফ্রাই + মুরগি ভুনা + মিক্সড ভেজিটেবল + ডাল + সালাদ+ চা/কফি স্নাক্সঃ  ফ্রুটস+ভাজা পোড়া /মুড়ি মাখানো + চা/কফি
রাতঃসাদা ভাত + হাসের মাংস ভুনা + ভেজিটেবল +ডাল+ সালাদ + কোল্ড ড্রিংক্স +  + চা/কফি ২য় দিনঃ সকালঃহাঁস ভুনা +  ভুনা খিচুড়ি+ আচার + সালাদ + ড্রিংকস  ষ
স্নাক্সঃ দেশি ফ্রুটস + চা/কফি
দুপুরঃ ভাত + ভর্তা + হাওরের মাছ + মুরগি ভুনা + মিক্সড ভেজিটেবল + ডাল + সালাদ+চা/কফি
সন্ধার স্নাক্সঃ কেক + কলা+ চা/কফি রাতের খাবার :চিকেন গ্রিল ।

বুকিং কৃত প্রত্যেকটা সদস্য কে চেক ইন এর সময় ঘরফ শো করতে হবে। তাই সবাই অবশ্যই ঘরফ র ফটোকপি নিয়ে আসবেন। যাদের হরফ নেই তারা যেকোনো আইডি (স্টুডেন্ট আইডি, জন্মনিবন্ধন কার্ড, অফিস আইডি , পাসপোর্ট ইত্যাদি) একটা কপি সাথে নিয়ে আসবেন। এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি প্রথমেই আপনি একটি ভ্রমণ পিপাসু মন নিয়ে এই অঞ্চলে বেড়াতে আসবেন। ভ্রমণকালীন যে কোন সমস্যা আমাদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে। কোনোভাবে  ই একা একা কিছু করতে যাবেন না। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। শালিনতার মধ্যে থেকে হাওর তথা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে হবে।

স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ  করা যাবে না। সব সময় তাদের সাথে হেসেখেলে কথা বলবেন এবং ধর্মীয় বিধিনিষেধ মেনে চলবেন।  নতুন কারো সাথে কথা বলার  ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের/আমাদের  সহায়তা নিতে নিবেন ।কোনভাবেই কোন প্রকার মাদক সেবন কিংবা বহন করা যাবে না। কারো সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। এরজন্য অবশ্যই যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না।আমাদের বোটে পর্যাপ্ত ডাস্টবিন রয়েছে। সেগুলো ইউজ করবেন । এই অঞ্চলের ক্ষতি না হয়, এমন সকল কাজ থেকে বিরত থাকবেন। দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন  প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে তিনি আরো বলেন এই বোট টি  সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের জন্য বানানো হয়েছে। সেফটি আর সুযোগ সুবিধের অভাবে এত  দিন মানুষ হাওরে ঘুরতে আসতে পারতো না ৃ  মূলত তাদের জন্য এই বোট বানানো। এখানে  কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই।    কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের  সাথে ভ্রমণে আসেন, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এমনটা হলে সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো। এইসব বিষয়ে আমরা কারো সাথে কোনো রকম কম্প্রোমাইজ করবো না।

বিশেষভাবে লক্ষণীয় :  আবহাওয়া / প্রকৃতিগত দুর্যোগ কিংবা প্রশাসক জটিলতা অথবা কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বোট কর্তপক্ষ ট্রিপ ক্যান্সেল করতে পারবে। নিজেদের নিরাপত্তার স্বার্থে  তা উভয় পক্ষ মেনে নিতে বাধ্য থাকিবে ।

টাঙ্গুয়ার হাওরে হাউজেবোট বুকিং এর জন্য যোগাযোগ করুন: ০১৯৭৫-০৮৬২৯৫ (ফারুক)

২ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন