Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

খেলাধুলা

টানা চতুর্থ ম্যাচে জোড়া গোল, মেসির নজিরবিহীন রেকর্ড

ডেস্ক রিপোর্ট:
১৮ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
# ফাইল ফটো




মেজর লিগ সকার (এমএলএস)-এ যেন আবারও তরুণ বয়সে ফিরেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা টানা চতুর্থ ম্যাচে জোড়া গোল করে গড়েছেন এমএলএস ইতিহাসে নজিরবিহীন এক রেকর্ড। নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির নায়কও তিনি।


এমএলএসের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার টানা চার ম্যাচে একাধিক গোল করতে পারেননি।


গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে শুরু

হয় মেসির এই দুর্দান্ত গোলযাত্রা। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া গোল করে চমকে দেন ফুটবলবিশ্বকে। এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে গোলসংখ্যা দুইয়ে নিয়ে গেলেন ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে।

মেসির এমন পারফরম্যান্সে টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত ইন্টার মায়ামি—জয় চারটিতে, একটি ম্যাচ ড্র।


গোল দুটি আসে ম্যাচের প্রথমার্ধেই। জিলেট স্টেডিয়ামে ২৭তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে এগিয়ে দেন দলকে। ৩৮তম মিনিটে সার্জিও বুস্কেটসের চোখধাঁধানো লং পাস ধরে দুর্দান্ত ফিনিশে দ্বিতীয়বার বল পাঠান জালে।


৩৮ বছর বয়সেও এমন ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন মেসি।


ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘আমি সব সময় বলি, লিও একজন অনন্য ফুটবলার। আমার মতে, ফুটবলের ইতিহাসের সেরা সে-ই। এই বয়সেও যেভাবে সে পারফর্ম করছে, তা যেন কল্পনারও বাইরে। আমরা ভাগ্যবান, লিও আমাদের দলে আছে।’

এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ইন্টার মায়ামির।


ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। তাদের সংগ্রহ এখন ৩৫ পয়েন্ট। তিন ম্যাচ কম খেলে শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে দলটি।

১৮ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন