Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

লিড নিউজ

সরকারী ছাড়পত্র না পাওয়ায় চীনের উচ্চশিক্ষা প্রোগ্রামে অংশগ্রহণে অনিশ্চিয়তা কুবি উপাচার্যের

কুবি প্রতিনিধি:
৪ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো




সরকারী ছাড়পত্র (জিও) না পাওয়ায় শেষ মূহুর্তে চীনে একটি উচ্চশিক্ষা প্রোগ্রামে অংশ গ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক হায়দার আলীর। 


শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় কুবি প্রশাসনের সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 


জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ চীনের

উচ্চশিক্ষা অংশগ্রহণকারী প্রতিনিধি দলের প্রধান। ২০ সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রমুখ। আগামী ৬ থেকে ১১ জুলাই চীনের কুনমিং, উহান, গঞ্জু প্রদেশের ৫টি বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ ও চুক্তিপত্র  সাক্ষর হওয়ার কথা রয়েছে। সেখানে চীন সরকারের শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে।


গত জুনে প্রতিনিধিদলের সদস্যদেরপক্ষ থেকে চীনে যাওয়ার জন্য সরকারী ছাতড়পত্রের জন্য আবেদন করা হয়। গত কয়েকদিনে সবার ছাড়পত্র হলেও কুবি উপাচার্যের ছাড়পত্র দেওয়া হয়নি। এছাড়াও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর ছাড়পত্রও আটকে রয়েছে।  এতে তাদের চীনের উচ্চশিক্ষা প্রোগ্রামে অংশগ্রহণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 


এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী জানান, তিনি গত ২৫ জুন আবেদন করেছিলেন। তবে তিনি এখনও৷ তার ছাড়পত্র অনুমোদন হয়নি।'


এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার বলেন, 'গত বৃহস্পতিবার আমরা সামারি তৈরি করে রেখেছি। চ্যান্সেলরের কাছ থেকে এখনো অনুমোদন আসেনি। তাই আমরা অনুমোদন দিতে পারছি না।'

৪ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন