Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জাতীয়

সেন্টমার্টিন রক্ষায় মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা চলছে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
# ফাইল ফটো




সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে এবং দ্বীপটি নিয়ে একটি মাস্টারপ্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 


আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে

আসতে শুরু করেছে। দ্বীপটি নিয়ে একটি মাস্টারপ্ল্যান করা যায় কিনা, চিন্তাভাবনা চলছে। জলবায়ু ট্রাস্ট থেকে এজন্য একটি প্রকল্প নেয়ার উদ্যোগ চলছে।


তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়। এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে।


তিনি আরও বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ, নদীদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে। তবে কাঁচা বাজারগুলোতে মূলত নিজেদের অভ্যাসের একটি চ্যালেঞ্জ রয়েছে। পলিথিন শপিং ব্যাগের দায়িত্ব নিয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। তারা পাটের ব্যাগ উৎপাদন করবে। ক্রেতারাও সুলভ মূল্যে পাটের ব্যাগ পাবেন।


উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধ সরকারের অন্যতম প্রাধান্য। রাস্তার ধূলা দূষণ নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই সিটি করপোরেশনের মাধ্যমে 'জিরো সয়েল' কার্যক্রমের উদ্যোগ নেবে। খোলা অবস্থায় বালু, সিমেন্ট আনা যাবে না। পুরানো গাড়ি যারা এখনও চালাচ্ছে তাদের শেষবারের মতো সতর্ক করা হয়েছে। এদের বিরুদ্ধে যুগপৎ অভিযান চলবে। ঢাকার আশেপাশের ইটভাটার বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। 


তিনি আরও বলেন, ১৭টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে কটন বাট ও স্ট্র, একবার ব্যবহৃত এই দুটি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই এই পণ্যের বিরুদ্ধে অভিযান চলবে।


এ সময় মব জাস্টিজের তীব্র নিন্দা জনিয়ে উপদেষ্টা বলেন, দেশে এখনও চলা মব জাস্টিজের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে মব জাস্টিজের ক্ষেত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হবে। ‘দেশে একটি আদর্শ পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করিনি। বর্তমানে পুলিশ অনেক জায়গায়ই সক্রিয় হয়েছে, আরও সক্রিয় হবে’,। 

১৭ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন