প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০১ সাল। সেই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলেও দেশের সম্পদ বিক্রি করার মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় গিয়েছিল। দেশের গ্যাস বিক্রি করবে। এই প্রস্তাব আমার কাছেও এসেছিল। আমি বলেছিলাম-আমি শেখ মুজিবের মেয়ে। দেশের স্বার্থ কখনও বেচি না, ক্ষমতার লোভ আমি করি না।’
আজ শনিবার বিকাল ৫টার দিকে রাজধানীর কাওলায় আয়োজিত জনসমাবেশে তিনি এসব
তিনি বলেন, ‘এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জিয়া বা খালেদার কোনো অবদান নেই। বরং তারা ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়, এটা আজ আমরা প্রমাণ করেছি। গত ২৯ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের জন্য কী করেছে? কিছুই করেনি। যা করেছে আওয়ামী লীগই করেছে।’
জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তারা আওয়ামী লীগকে ধ্বংস করা আর স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসানোর কাজ করেছে। সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তাদের জন্ম হয়েছে হত্যার মধ্য দিয়ে। জিয়া ও এরশাদের ক্ষমতা দখল অবৈধ ঘোষণা করেছে আদালত। ওই অবৈধ দখলদারদের দোসর বিএনপি-জামায়াত আজ বাংলোদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বাংলাদেশের উন্নতি সহ্য করে না।’
আওয়ামী লীগ অনেক সংগ্রামের পথ বেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে একথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে একটা দেশের যে উন্নতি হয়, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ক্ষমতায় থাকলে যে দেশের জন্য উন্নতি হয়, আজ আমরা সেটা প্রমাণ করেছি।’
২৯ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫