সারাদেশে বৃহস্পতিবার (২৬ জুন) একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে পরীক্ষা।
এবার সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।
চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। তারপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।পরীক্ষার প্রথম দিন সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মাদরাসা বোর্ডের অধীনে ৪৫৯টি কেন্দ্রে আলিমের কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীন ৭৩৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এইচএসসি (বিএম/বিএমটি)।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর ৮১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কমেছে। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্টু ও নকলমুক্ত রাখার জন্য কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা প্রদানে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে গত ২৪ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে―পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করা, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, সাধারণ ক্যালকুলেটর ব্যবহার, এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা এবং কেন্দ্রের ভেতর মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ।
১৩ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫