সম্প্রতি ভারতীয় বক্স অফিসে দক্ষিণী সিনেমার জয়জয়কার চলছে। গত এক দশকে বলিউডকে পেছনে ফেলে আয় ও বাজেটের দিক থেকে দক্ষিণী সিনেমা এখন বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছে। তবে বলিউডও ধীরে ধীরে নিজেদের ঘুরিয়ে দিচ্ছে, এমনকি দক্ষিণ ও বলিউড একসাথে কাজও শুরু করেছে।
একই সিনেমায় এখন দেখা মিলছে দুই অঞ্চলের তারকাদের। এবার দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা চাইছেন দুই ইন্ডাস্ট্রির
দুই সুপারস্টার শাহরুখ খান ও অল্লু অর্জুনকে একসাথে পর্দায় দেখতে। তার মতে, এই জুটি যদি একসাথে কাজ করে, তাহলে তা ভারতীয় সিনেমার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হবে।সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়েভস সামিট’-এ একটি আলোচনা সেশনে অংশ নিয়েছিলেন বিজয় দেবরাকোন্ডা। সেখানে মডারেটর ছিলেন করণ জোহর। বিজয় সেখানে তার এই চিন্তা শেয়ার করে বলেন, "শাহরুখ খান আর অল্লু অর্জুন যদি একসাথে পর্দায় আসেন, তাহলে সেটা শুধু একটি সিনেমা হবে না—এটা হবে ঐক্য, উৎসব আর শক্তির প্রতীক।"
তিনি আরও যোগ করেন, "ভারতকে এক করতে হলে সিনেমাকেও এক হতে হবে। উত্তর ও দক্ষিণের চলচ্চিত্র শিল্পের সম্মিলিত প্রচেষ্টাই নতুন দিগন্ত খুলে দিতে পারে।"
শাহরুখের শেষ তিনটি সিনেমা ২৫০০ কোটি টাকারও বেশি আয় করেছে, অন্যদিকে অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ১০০০ কোটি টাকার বাধা ভেঙেছে। বিজয় মনে করেন, এই দুই ইন্ডাস্ট্রির শক্তি যদি একত্রিত হয়, তাহলে তা বক্স অফিসে এক বিশাল বিপ্লব ঘটাবে।
এই সহযোগিতা শুধু বক্স অফিসের জন্য নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। মেয়ে সুহানা খানকে বলিউডে প্রতিষ্ঠিত করতেই এই প্রজেক্টে নিজে অংশ নিচ্ছেন কিং খান। অন্যদিকে, অল্লু অর্জুন ‘পুষ্পা ৩’ এবং অ্যাটলির সঙ্গে একটি বড় বাজেটের সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।
৬ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫