Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

খেলাধুলা

রোনাল্ডোকে ছাড়াই গোলের ইতিহাস আল নাসরের

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো



আল-নাসরের লিগ জেতার আশা এখনও খুবই ক্ষীণ, তবে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার আল-আখদুদের বিপক্ষে সাদিও মানে, জ্যোঁ দুরান ও সহকর্মীরা ঝড় তুলে দলকে নিয়ে গেছেন ঐতিহাসিক জয়ে। ম্যাচে আল-নাসর ৯ বার গোল করলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে নামেননি।


শিরোপার দৌড়ে পিছিয়ে থাকায় রোনাল্ডো হতাশ—এমন আলোচনার মধ্যেই কোচ স্টেফানো পিউলি সাহসী সিদ্ধান্ত নিয়ে তারাকে বাদ দেন। তবে সেটি

ব্যর্থ হয়নি, বরং আল-নাসর এদিন ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় জয় (৯-০) পেয়েছে। এই জয়ের মাধ্যমে তারা লিগে টিকে থাকার স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে।


ম্যাচে আল-নাসর প্রতিপক্ষের মাঠে একপেশে আধিপত্য দেখিয়েছে। তাদের খেলোয়াড়রা ৪০ বার শট নেয়ার মধ্যে ১৫টি টার্গেটে পাঠিয়েছে, যার মধ্যে ৯টি গোলে পরিণত হয়েছে। বিপরীতে, মাত্র ২৫% বল দখল নিয়ে আল-আখদুদ কোনো প্রতিরোধ গড়তে পারেনি। আল-নাসরের আগের সবচেয়ে বড় জয় ছিল গত মৌসুমে আবহার বিপক্ষে ৮-০, কিন্তু এবার তারা সেই রেকর্ডও ভেঙে দিয়েছে।


আল-নাসরের পক্ষে প্রথম গোলটি করেন আয়মান ইয়াহিয়া (১৬তম মিনিট)। প্রথমার্ধেই দল ৪-০ ব্যবধানে এগিয়ে যায়, এবং দ্বিতীয়ার্ধে আরও ৫ গোল পেয়ে ম্যাচটি ৯-০ ব্যবধানে শেষ করে। অ্যাস্টন ভিলার সাবেক তারকা জ্যোঁ দুরান দুটি গোল করেন, মার্সেলো ব্রজোভিচ, আয়মান ইয়াহিয়া ও মোহাম্মদ মারানও গোল তালিকায় নাম লেখান।


সাদিও মানে ছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়। লিভারপুলের সাবেক এই ফরোয়ার্ড হ্যাটট্রিক করে দলকে বিশাল জয় এনে দেন। গত ৫ ম্যাচে তার গোল সংখ্যা已达 ৯, এবং এই মৌসুমে ২৯ ম্যাচে ১৩ গোল ও ১০ অ্যাসিস্টের রেকর্ড রয়েছে তার নামে।


এই বড় জয়ের পরও লিগ টেবিলে আল-নাসরের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-ইত্তিহাদ, ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল-হিলাল, আর ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় আল-নাসর। বাকি তিন ম্যাচ জিতলেও তাদের শিরোপা জেতার সম্ভাবনা প্রায় নেই, তবে শীর্ষ দুইয়ে উঠে আসাটাই এখন লক্ষ্য। তবে সেটিও সহজ নয়—তাদের নিজেদের সব ম্যাচ জিতার পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলের ওপরও নির্ভর করতে হবে।

২৭ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন