Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সারাদেশ

পটুয়াখালীর টাউন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম আর নেই

নিজস্ব প্রতিবেদক:
১২ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
# ফাইল ফটো





পটুয়াখালী সদরের টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. আবুল কাশেম খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


গত মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে, গত ৪ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।


জানা

গেছে, মো. আবুল কাশেমের মরহুম স্ত্রী বেগম মনোয়ারা সুফীও একজন শিক্ষিক ছিলেন। আবুল কাশেম খান দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. কামরুজ্জামান খান। আর ছোট ছেলে অহিদুজ্জামান খান একজন ব্যবসায়ী।সাবেক এ প্রধান শিক্ষকের প্রথম জানাজা তার গ্রামের বাড়িতে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। 


দ্বিতীয় জানাজা বাদ জোহর পটুয়াখালী সদরের টাউন জৈনকাঠীর জৈনপুরী খানকা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর পটুয়াখালী কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হয়।আবুল কাশেম খান ১৯৫০ সালে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে জন্মগ্রহণ করেন।তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন

১২ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন