Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিনোদন

অভিমান ভুলে হেরা ফেরিতে ফিরলেন পরেশ

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো



বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি 'হেরা ফেরি'-র তৃতীয় পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়ে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। এরপরই তার ঘনিষ্ঠ বন্ধু অক্ষয় কুমার পরেশের বিরুদ্ধে মামলা করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে এই ঘটনার কয়েক সপ্তাহ পরই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার ঘোষণা দেন পরেশ রাওয়াল।


সম্প্রতি হিমাংশু মেহতার একটি পডকাস্টে কথা বলার সময়

তিনি এই সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত করেন। পরেশ জানান, "সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন সিনেমাটি নিয়ে আমাদের মধ্যে কোনো জটিলতা নেই।"


তিনি আরও যোগ করেন, "দর্শকরা আমাদের যে ভালোবাসা দিয়েছেন, তা উপলব্ধি করেই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তাদের বিশ্বাসের প্রতি সম্মান রেখেই আমরা 'হেরা ফেরি ৩'-কে বিশেষভাবে উপহার দিতে চাই।"


এছাড়াও, পরেশ রাওয়াল নিশ্চিত করেছেন যে তিনি আগের মতোই এই প্রজেক্টে যুক্ত রয়েছেন। তার মতে, "প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল—এরা সবাই আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা সবাই মিলে এমন একটি সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবারও হাসাবে এবং আনন্দ দেবে।"


পরেশের এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, "বাবু ভাইয়া চরিত্রে পরেশ রাওয়াল ছাড়া 'হেরা ফেরি' অসম্পূর্ণ।" অনেকে এটিকে বছরের সেরা খবর হিসেবেও উল্লেখ করেছেন। প্রায় দুই দশক পর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি আসতে চলায় সিনেমাপ্রেমীরা রীতিমতো উত্তেজিত।


উল্লেখ্য, 'হেরা ফেরি' বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি। অক্ষয় কুমারের রাজু, সুনীল শেঠির শ্যাম এবং পরেশ রাওয়ালের বাবুরাও চরিত্রগুলো ইতিমধ্যেই ভারতীয় সিনেমার আইকনিক চরিত্রে পরিণত হয়েছে। তাই 'হেরা ফেরি ৩'-এর মুক্তি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন অপেক্ষা শুধু সিনেমাটি কবে মুক্তি পাবে, সেই দিনের।

৯ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন