Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

লিড নিউজ

অন্তর্বর্তী সরকার বৈধ, এ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো




বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, তাই এ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত।


এ-সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাতেমা

নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ পর্যবেক্ষণসহ এই আদেশ দেন।


আজ রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্তার হোসেন মো. আব্দুল ওয়াহহাব, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হক, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. রুহুল আমীন শিকদার এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসাইন।


আদালত পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।


তবে রিটকারী আইনজীবী মহসীন রশিদ জানান, তিনি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।


এদিকে, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম মনিরুল আলম।

২৭ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন