ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। শুক্রবার (২১ মার্চ) ইসরায়েলি মন্ত্রিসভা এ বিষয়ে একমত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রোনেন বারের দায়িত্ব আগামী ১০ এপ্রিল শেষ হবে। এ খবর বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন
হামাসের হামলা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটি আগে থেকে আঁচ করতে পারেনি। এই ব্যর্থতার জন্যই সংস্থাটির প্রধানকে বরখাস্ত করা হয়েছে।নেতানিয়াহু এই সপ্তাহেই রোনেন বারকে বরখাস্ত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, রোনেন বারের প্রতি তার আস্থা হারিয়েছে। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত ইসরায়েলিদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নতুন হামলার বিরুদ্ধে জেরুজালেমে চলমান বিক্ষোভ আরও তীব্র হয়েছে। অন্যদিকে, নেতানিয়াহুর একজন কট্টর সমালোচক ও ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা বলেছেন, এই পদক্ষেপের বৈধতা মূল্যায়ন না করা পর্যন্ত বারকে বরখাস্ত করা যাবে না।
রোনেন বার ২০২১ সালে শিন বেত-এর প্রধান হিসেবে ৫ বছরের জন্য নিয়োজিত হন। এর আগে তিনি নিজে থেকে পদত্যাগ করতে চাইলেও, তার পদচ্যুতিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন।
গত দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল কয়েকদিন ধরে গাজায় তীব্র হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের নতুন এই হামলায় অন্তত ৫৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। সেই দিন থেকেই গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হয়। ১৫ মাস ধরে চলা এই হামলায় প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫