ক্লাব বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর মেজর লিগ সকারে (এমএলএস) ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি। শনিবার রাতে ঘরের মাঠে লিওনেল মেসির জোড়া গোলের দাপটে মন্ট্রিয়ালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।
ম্যাচের শুরুটা অবশ্য দুঃস্বপ্নের মতোই ছিল মায়ামির জন্য। মাত্র দ্বিতীয় মিনিটেই লিওনেল মেসির একটি ভুল ব্যাকপাস ধরে বল কাড়েন মন্ট্রিয়ালের প্রিন্স ওউসু।
এরপর
দুর্দান্ত এক শটে বল পাঠান মায়ামির জালে—ম্যাচে এগিয়ে যায় মন্ট্রিয়াল।তবে এর পরই নিজের জাদুতে ম্যাচ ঘুরিয়ে দেন আর্জেন্টাইন তারকা মেসি। ৩৩তম মিনিটে তার পাস থেকে তাদেও আলেন্দে চিপ শটে গোল করে সমতায় ফেরান মায়ামিকে। এরপর ৪০ মিনিটে ডান দিক থেকে কাট ইন করে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন মেসি। মায়ামি এগিয়ে যায় ২-১ গোলে।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে তেলাস্কো সেগোভিয়া দূরপাল্লার এক দুর্দান্ত শটে বল জালে জড়ান । আর ৬২ মিনিটে মেসির একক নৈপুণ্যে চতুর্থ গোলটি আসে। চার ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি (৪-১)।
এই নিয়ে শেষ চার এমএলএস ম্যাচে সাত গোল করলেন মেসি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে তার গোলসংখ্যা ১২।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘এটা ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয়। ক্লাব বিশ্বকাপের পর এমএলএসে ফিরে তিন পয়েন্ট পাওয়া সহজ ছিল না। কিন্তু খেলোয়াড়রা দুর্দান্তভাবে মানিয়ে নিয়েছে।
আর মেসি যখন দলে থাকে, আমরা স্বাভাবিকভাবেই এগিয়ে থাকি।’
৩ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫