Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

খেলাধুলা

মায়োর্কাকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল

ডেস্ক রিপোর্ট:
৮ ঘন্টা আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো




বার্সেলোনা আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে অপেক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান হলো বৃহস্পতিবার রাতে। রিয়াল মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটল রিয়াল মাদ্রিদ। এর ফলে ফাইনালে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।


দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের নিখুঁত শটেই প্রথম

লিড নেয় রিয়াল মাদ্রিদ। এরপর মার্টিন ভ্যালিয়েন্টের আত্মঘাতী গোল এবং রদ্রিগোর আরেকটি গোল দলকে বড় জয় এনে দেয়।


সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সমর্থকদের সামনে পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মাদ্রিদ। লুকাস ভাসকেস এবং রদ্রিগো প্রথমার্ধেই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেন, তবে মায়োর্কার রক্ষণের দৃঢ়তায় তা সফল হয়নি।


দ্বিতীয়ার্ধের শুরুতে অরেলিয়েন চুয়ামেনি চোট পেয়ে মাঠ ছাড়েন। তবে ম্যাচ শেষে নিশ্চিত করা হয় যে তার চোট গুরুতর নয়।


৬৩তম মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোল করেন জুড বেলিংহাম। রদ্রিগোর হেড ও কিলিয়ান এমবাপের প্রচেষ্টা ব্যর্থ হলেও বেলিংহাম সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান।


মায়োর্কা ম্যাচে ফিরতে মরিয়া ছিল, তবে তাদের প্রচেষ্টা সফল হয়নি। ভ্যালিয়েন্টের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। ম্যাচের শেষ মুহূর্তে রদ্রিগো আরেকটি গোল যোগ করে জয় নিশ্চিত করেন।


এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে। গত মৌসুমের ফাইনালেও এই দুই দল একে অপরের বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ হারের প্রতিশোধ নিতে এবার নিশ্চয়ই ফাইনালে জয় চাইবে।

৮ ঘন্টা আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন