Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

লিড নিউজ

খুব শিগগিরই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
# ফাইল ফটো



নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, জুলাই-আগস্ট মাসের মামলার ইস্যুতে যদি কোনো চাঁদাবাজিতে পুলিশ বা রাজনৈতিক নেতা জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


ডিএমপি কমিশনার বলেন, পুলিশের মনোবল ফিরে আসছে এবং খুব শিগগিরই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

হবে।


তিনি আরও বলেন, “রাজধানীতে যানজটের অন্যতম প্রধান কারণ অটোরিকশা। ট্রাফিক ব্যবস্থার বিশৃঙ্খলা ও বেপরোয়া মোটরসাইকেল চলাচল পরিস্থিতিকে আরও জটিল করছে। এক বাইকে পুরো পরিবার চলাচল করে, যা অত্যন্ত বিপজ্জনক।”


ছিনতাই প্রসঙ্গে তিনি জানান, “রাজধানীতে ছিনতাই একটি ভয়াবহ রূপ নিয়েছে। তবে এই সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ছিনতাই প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।”


বিজয় দিবস ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, “এই সময় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।”

২ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন