Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিনোদন

জনপ্রিয় সংগীতশিল্পী শারদা সিনহা মারা গেলেন

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো




ভারতের লোকগানের বরেণ্য সংগীতশিল্পী শারদা সিনহা মারা গেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তার ছেলে অংশুমান সিনহা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


গত ২৬ অক্টোবর থেকে দিল্লির এআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শারদা সিনহা। তিনি সেখানে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। শারদা সিনহা

'পদ্মভূষণ' পুরস্কারে ভূষিত এই তারকা।


গায়িকার ছেলে অংশুমান সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে লিখেছেন, "তোমার প্রার্থনা ও ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকবে মা। ছটি মাইয়া ওকে নিজের কাছে ডেকে নিলেন। এই নশ্বর পৃথিবীতে উনি আর আমাদের মধ্যে নেই।"


শারদা সিনহার শরীরে ২০১৭ সালে মাল্টিপল মায়েলোমা (এক ধরনের ক্যানসার যা বোন ম্যারোকে আক্রান্ত করে) শনাক্ত হয়। এর আগেই, গত সেপ্টেম্বর মাসে তার স্বামী, রাজনীতিবিদ ব্রজ কিশোর স্ট্রোকের কারণে মারা যান। তাদের দাম্পত্য জীবনে ছেলে অংশুমান এবং কন্যা বন্দনা রয়েছেন।


১৯৫২ সালের ১ অক্টোবর ভারতের বিহারের জন্মগ্রহণ করেন শারদা সিনহা। আশির দশকের শুরুতে সংগীতে ক্যারিয়ার শুরু করেন তিনি। মৈথিলী, ভোজপুরি, মাগধী ভাষা সহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।


শারদা সিনহার গাওয়া ছট পূজার গানগুলো অত্যন্ত জনপ্রিয়। এছাড়া, তিনি বলিউডের সালমান খান অভিনীত 'ম্যায়নে প্যায়ার কিয়া', 'হাম আপকে হ্যায় কৌন', 'গ্যাংস অফ ওয়াসিপুর'সহ বেশ কিছু সিনেমার প্লে-ব্যাক করেছেন।

৫ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন