ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে দেশটির দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে একযোগে এই হামলা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিহত বিজ্ঞানীদের পরিচয় প্রকাশ করেছে। তাদের মধ্যে একজন হলেন ইরানের পারমাণবিক শক্তি
সংস্থার সাবেক প্রধান ফেরেইদুন আব্বাসি। অন্যজন হলেন তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহদি তেহরানচি।এছাড়া, এই হামলায় ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিও প্রাণ হারিয়েছেন। তিনি ২০১৯ সাল থেকে এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। তার নেতৃত্বে ইরান ইরাক, সিরিয়া ও লেবাননে প্রভাব বিস্তারে সক্রিয় ছিল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএনএ জানিয়েছে, তেহরানের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের ‘নেশন অব লায়ন্স’ নামক একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানে এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে। টাইমস অফ ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
২৬ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫