Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিশ্ব

ইসরাইলি হামলায় ৪৮ ঘণ্টায় গাজায় নিহত শতাধিক ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো



আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর গাজায় হামলা আরও তীব্র করেছে ইসরাইল। গত ৪৮ ঘণ্টায় হামলা চালিয়ে গাজায় অন্তত ১২০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার জানায়, গাজা সিটির জয়তুন এলাকায় রাতের বেলায় একটি আবাসিক ভবনে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অন্যান্য হত্যাকাণ্ডগুলো ঘটেছে গাজার মধ্য

ও দক্ষিণাঞ্চলে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি বিমান হামলায় আল-ফারুক মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদটি গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত। আল জাজিরা ভিডিওটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে।


ইসরাইলি বাহিনী বিমান হামলার পাশাপাশি গাজায় স্থল অভিযানও তীব্র করেছে। গাজার উত্তরাঞ্চলে বোমাবর্ষণ চলছে। সেখানে এখন পর্যন্ত আংশিকভাবে চিকিৎসা কার্যক্রম চালানো কিছু হাসপাতালেও হামলা হয়েছে, এবং সেখানে কর্মরত বেশ কয়েকজন আহত হয়েছেন।


কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে জানান, ইসরাইলি বাহিনী হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথ এবং অভ্যর্থনা এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে। তারা হাসপাতালের প্রাঙ্গণ, বৈদ্যুতিক জেনারেটর এবং হাসপাতালের ফটকেও হামলা করেছে।


এই হামলায় ১২ জন আহত হয়েছেন, জানায় কামাল আদওয়ান। আহতদের মধ্যে জরুরি ও অভ্যর্থনা এলাকায় কর্মরত চিকিৎসক, নার্স এবং কয়েকজন প্রশাসনিক কর্মী রয়েছেন।


ইসরাইলের সামরিক বাহিনী হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা প্রাথমিক পর্যালোচনায় জানিয়েছে, তারা কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় হামলার বিষয়ে অবগত ছিল না।


উল্লেখ্য, গত অক্টোবর থেকে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

১৭ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন