ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর আরেকজন উচ্চপদস্থ কমান্ডারকে হত্যা করেছে। প্রাথমিকভাবে তেহরানের কোম প্রদেশে একটি ভবনে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছিল। তবে পরবর্তীতে ইসরায়েল তাদের বক্তব্য সংশোধন করে জানায় যে, তারা রাজধানী তেহরানে রাতের বেলা একটি গাড়িতে হামলা চালিয়ে আইআরজিসির কমান্ডার বেনহাম
শাহরিয়ারিকে হত্যা করেছে।ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, শাহরিয়ারি পুরো মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থিত প্রোক্সি গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিশেষ করে হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র ও রকেট পাঠানোর কাজে তিনি জড়িত ছিলেন বলে ইসরায়েল দাবি করেছে।
তবে আইআরজিসির পক্ষ থেকে এখনও পর্যন্ত ইসরায়েলি হামলায় কোনো কমান্ডার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, ইরানের কুদস ফোর্স বিভিন্ন আরব গোষ্ঠীর সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে, যেগুলো প্রোক্সি বাহিনী হিসেবে পরিচিত। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ (১৯৮২ সালে প্রতিষ্ঠিত) এবং ফিলিস্তিনের হামাস অন্যতম। তবে গত দুই বছরে ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত এই গোষ্ঠীগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে।
১৮ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫