Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ৯, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

খেলাধুলা

হালান্ড যে মাইলফলকে মেসি-রোনালদো-এমবাপ্পেকে পেছনে ফেললেন

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫
# ফাইল ফটো



ক্লাব ও দেশের জার্সিতে ৩০০ গোলের অসাধারণ মাইলফলকে পৌঁছালেন আর্লিং হালান্ড। ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে ৫-২ গোলের দাপুটে জয়ে এই রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান সুপারস্টার।


অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় হালান্ডকে।


নামার মাত্র সাত

মিনিটেই জালে বল জড়িয়ে নিজের ৩০০তম গোলটি করে ফেলেন হালান্ড। ম্যাথিউস নুনেসের পাস থেকে ছুঁয়ে দেওয়া এক সহজ ফিনিশে গোলটি করেন তিনি।


এরপর ফিল ফোডেন ও সাভিনিও আরো দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। শেষ মুহূর্তে জুভেন্টাসের দুশান ভ্লাহোভিচ একটি গোল শোধ দিলেও তা ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি। ৫-২ গোলের জয় নিশ্চিত হয় সিটির। 


এই জয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষে থেকে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ম্যানচেস্টার সিটি।


২৪ বছর বয়সী হালান্ড এরইমধ্যে ৩৭১টি পেশাদার ম্যাচে করেছেন ৩০০ গোল। এর মধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে ১৪৫ ম্যাচে ১২৩ গোল, বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ৮৬ গোল, সালজবুর্গে ২৯ গোল এবং মোলদেতে ২০ গোল করেছেন তিনি। জাতীয় দলের হয়ে নরওয়ের হয়ে করেছেন ৪২ গোল।


৩০০ গোলের মাইলফলকে স্পর্শ করে তিনি পেছনে ফেলেছে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে। সমান গোল করতে রোনালদোর  (৫৫৪ ম্যাচ), মেসির (৪১৮ ম্যাচ) এবং এমবাপ্পের লেগেছিল (৪০৯ ম্যাচ)।

১২ দিন আগে বুধবার, জুলাই ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন